নয়াদিল্লি: জিও-র মোকাবিলায় অন্যান্য টেলিকম অপারেটররাও ডেটা ও ভয়েস কলের ক্ষেত্রে বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে আসছে। তবে এয়ারটেল যে অফার এনেছে, এরকম কোনও অফার এর আগে কোনও সংস্থা আনেনি। মাত্র পাঁচ টাকায় চার জিবি থ্রিজি বা ফোরজি ডেটা দিচ্ছে এয়ারটেল। এই অফারের বৈধতা সাত দিন।
এয়ারটেলের পক্ষ থেকে এই নতুন অফারের বিষয়ে বলা হয়েছে, পাঁচ টাকায় চার জিবি ডেটা পেতে গেলে আগে সিমের ফোর জি আপগ্রেডেশন করতে হবে। নির্বাচিত নম্বরগুলিতে একবার রিচার্জেই পাওয়া যাবে এই সুবিধা। সাত দিনের মধ্যেই শেষ করতে হবে চার জিবি ডেটা। সার্কেল অনুযায়ী অফার আলাদা হবে।
অবিশ্বাস্য! ৫ টাকায় ৪জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল
Web Desk, ABP Ananda
Updated at:
06 Sep 2017 05:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -