নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই মাত্র ১৫ হাজার টাকায় পাওয়া যাবে আইফোন ৫এস। ভারতে স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান উন্নত করার জন্যই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল সংস্থা। অনলাইনে এত কম দামে পাওয়া যাবে আইফোন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চার বছর আগে বাজারে এসেছিল আইফোন ৫এস। ভারতের বাজারে এখন এই মডেলের দাম ২০ হাজার টাকা। কয়েকটি অনলাইন স্টোর অবশ্য ১৭,৪৯৯ টাকায় দেয় আইফোনের এই মডেল। সেটারই দাম কমিয়ে এবার ১৫ হাজার টাকা করা হচ্ছে। শুধু অনলাইনেই বিক্রি করা হবে এই ফোন। ইতিমধ্যেই ভারতে অ্যাপলের ডিস্ট্রিবিউটরদের আইফোন ৫ এসের দাম কমানোর কথা জানিয়ে দেওয়া হয়েছে।
১৫ হাজার টাকায় আইফোন!
Web Desk, ABP Ananda
Updated at:
10 May 2017 11:49 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -