হায়দরাবাদে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত ১, আরও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা
ABP Ananda, web desk | 09 Dec 2016 08:43 AM (IST)
হায়দরাবাদ: হায়দরাবাদের নানাক্রামগুডায় নির্মীয়মান বহুতল ভেঙে একজনের মৃত্যু। গুরুতর আহত দুই। আরও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। গতকাল গভীর রাতে আচমকাই নির্মীয়মান বহুতলটি ভেঙে পড়ে। উদ্ধার কাজ শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাতেই ১২ জনকে বাড়ি থেকে বের করে এনেছিলেন উদ্ধারকারীরা। ভোরে দুই শিশু-সহ এক মহিলাকে বাড়ি থেকে উদ্ধার করা হয়। প্রত্যেকেই ভর্তি হাসপাতালে। মেয়র বি রামমোহন জানিয়েছেন, দশটির মতো শ্রমিক পরিবার এই বহুতলে থাকেন। ঘটনাস্থলে গিয়ে তেলঙ্গনার স্বরাষ্ট্রমন্ত্রী এন নরসিমা রেড্ডির দাবি, বহুতলটি তৈরির ক্ষেত্রে সমস্ত নিয়ম ঠিক ভাবে মানা হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।