নয়াদিল্লি: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূলচক্রী দাউদ ইব্রাহিম। ফের গ্যাংগ্রিনে আক্রান্ত হয়েছে সে। এমনটাই সূত্রের খবর।


বর্তমানে করাচির শহর-ই-ফিরদৌস হাসপাতালে দাউদের চিকিত্সা চলছে। হাসপাতাল সূত্রে খবর, দ্রুতগতিতে দাউদের শরীরের গ্র্যাংগ্রিন ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি এমনই, দাউদের মৃত্যু হতে পারেও বলে আশঙ্কা চিকিত্সকদের। প্রয়োজনে পা কেটে বাদ দিতে হতে পারে বলে জানিয়েছেন চিকিত্সকরা। কৃত্রিম পা-ও লাগাতে হতে পারে বলে জানা গিয়েছে।

বেশি মাত্রায় ডায়াবেটিস থাকায় গোটা পায়ে ছড়িয়ে পড়েছে গ্র্যাংগ্রিন। চলাফেরা করতে পারছে না সে। জানা গিয়েছে, তিনমাস আগে করাচিতে বাড়ির কাছে প্রাতঃ ভ্রমণে বেড়িয়ে জখম হয় দাউদ। তারপরই সেই ক্ষত গ্র্যাংগ্রিনের আকার নেয়।