নিউইয়র্ক: ভারতে পাকিস্তানি শিল্পীদের বয়কট প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া। পাকিস্তানি শিল্পীদেরই শুধু টার্গেট করা হচ্ছে, এটা ঠিক নয়। সমস্ত রোষ তাঁদের ওপর গিয়েই পড়ছে, পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন তিনি।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রিয়ঙ্কা বলেন, প্রত্যেকটা রাজনৈতিক অ্যাজেন্ডায় সব দায় যেন শুধুমাত্র শিল্পী, অভিনেতা-অভিনেত্রীদেরই। কেন বারবার আমাদেরকেই লক্ষ্য করা হবে? কখনও তো ব্যবসায়ী, চিকিত্সক, রাজনীতিবিদ বা অন্যান্যদের টার্গেট করা হয় না! সবসময় কেন অভিনয় জগতের ওপরই কোপ এসে পড়ে? কোয়ান্টিকো-স্টার আরও বলেন, আমি ভীষণই দেশপ্রেমী। তাই, আমার সরকার দেশের নিরাপত্তার জন্য যেটা ঠিক করবে, আমিও সেটাই মেনে নেব। কিন্তু, এক্ষেত্রে আমি মনে করি, শিল্পীরা প্রতিনিধিত্ব করছেন না। এক্ষেত্রে তো নয়ই। তাঁরা কখনও কারও ক্ষতি করতে পারেন না। প্রিয়ঙ্কা আরও বলেন, শিল্পীদের কাজই তাঁদের ধর্ম। তাঁর ধর্মের জন্য কেউ তাঁর ঘাড়ে দোষ চাপাতে পারেন না। কেন মানুষ আসল অপরাধীদের সঙ্গে না লড়াই করে শিল্পীদের আক্রমণ করে? প্রিয়ঙ্কা বলেন, কারা এ দেশে আসছেন, সিনেমা করছেন, তা নিয়ে ভারতীয় সেনা জওয়ানদের পরিবার চিন্তিত নন, তাঁরা চান, তাঁদের ছেলে নিরাপদে থাকুক। আমাদেরও সেটাই লক্ষ্য হওয়া উচিত।

প্রসঙ্গত, উরি হামলার পরই ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হয়ে উঠেছে। পাক শিল্পীদের এদেশ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। শুধু তাই নয়, কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং শাহরুখ খান অভিনীত ‘রঈস’-এ পাক শিল্পী ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনয় করায় তা মুক্তি পেতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন তাঁরা। বলিউডে পাকিস্তানি শিল্পীদের বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান মোশন পিকচারস্ প্রডিউসার্স অ্যাসোসিয়েশন(আইএমপিএএ)। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক এবং গুজরাতে পাক শিল্পী অভিনীত কোনও ছবি মুক্তি পেতে দেওয়া হবে না বলে জানিয়েছে সিনেমা হলের মালিক এবং এক্সিবিটরস্ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। দেশেও বিভিন্ন শিল্পীরা এই সময় পাক শিল্পীদের সঙ্গে সিনেমা করতে নারাজ। যদিও পাকিস্তানি শিল্পীদের পাশেও দাঁড়িয়েছে বলিউডের একটা অংশ।