পটনা: বিহার সরকারের আনা মদ-নিষেধাজ্ঞার নির্দেশকে পটনা হাইকোর্ট খারিজ করার দুদিন পরই ফের নিষেধাজ্ঞা নিয়ে নতুন আইন আনল নীতীশ কুমার প্রশাসন।

রবিবার, গাঁধী জয়ন্তীর দিন, রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নওয়া হয় যে বিহারজুড়ে মদ নিষেধাজ্ঞাকে কার্যকর করা হবে। এর জন্য এবার আরও কঠোর হাতে দমন করা হবে বলে জানানো হয়।

জানা গিয়েছে, নতুন আইনে বলা হয়েছে, যদি কারও কাছ থেকে মদ বাজেয়াপ্ত করা হয়, তাহলে বাড়ির সকল প্রাপ্তবয়স্কদের গ্রেফতার করা হবে। পাশাপাশি, আগের নিয়মের তুলনায় নতুন আইনে হেফাজতের মেয়াদ, জরিমানার পরিমাণও বাড়ানো হয়েছে।

নীতীশ জানান, তিনি বিহারে ‘ইতিবাচক সামাজিক পরিবর্তন’ আনতে বদ্ধপরিকর। তা কার্যকর করতে, নতুন আইনে দেশে প্রস্তুত বিদেশি মদ এবং একইসঙ্গে দেশী মদের বিক্রি ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে বিহার প্রশাসন।

নীতীশ যে এই ইস্যুকে কতটা গুরুত্ব দিচ্ছেন, তা স্পষ্ট হয়ে যায় এদিনের সাংবাদিক সম্মেলনে। সাধারণত, মন্ত্রিসভায় নেওয়া কোনও সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি ব্রজেশ মেহরোত্রা।

কিন্তু এদিন প্রশ্নের মুখোমুখি হন খোদ মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দেন, এদিন থেকেই নতুন আইন কার্যকর হচ্ছে। তাঁর মতে, এটাই হবে ‘জাতির জনক’-কে দেওয়া শ্রেষ্ঠ শ্রদ্ধাজ্ঞাপন।

গত ৫ এপ্রিল, বিহারজুড়ে মদ নিষেধাজ্ঞার নির্দেশিকা জারি করেছিল নীতীশ প্রশাসন। গত শুক্রবার, সেই নির্দেশিকাকে ‘অবৈধ’ বলে খারিজ করে দেয় পটনা হাইকোর্ট।