নয়াদিল্লি: আন্তর্জাতিক মহিলা দিবসেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিতে ছাড়লেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি ট্যুইট করে সবাইকে মহিলা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, যারা মহিলাদের মহিলাদের হুমকি দেয়, কটূক্তি করে তাদের আনফলো করুন।


সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরমেহর কউরকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রামজাস কলেজে এবিভিপি-আইসা সংঘর্ষ নিয়ে ট্যুইটারে সরব হন গুরমেহর। এরপরেই শুরু হয় বিতর্ক। সেই প্রসঙ্গ টেনেই মোদীকে খোঁচা দিলেন কেজরীবাল।


কেজরীবালের এই ট্যুইট রিট্যুইট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন। তিনি বলেছেন, গত মাসে সংসদে একই অনুরোধ করেছিলেন। এবার এক মুখ্যমন্ত্রীর আর্জিতে হয়তো কান দেবেন প্রধানমন্ত্রী।