সংসদে হাজিরা বাধ্যতামূলক, দলীয় সাংসদদের নির্দেশ মোদীর
Web Desk, ABP Ananda | 21 Mar 2017 04:40 PM (IST)
নয়াদিল্লি: সংসদীয় দলের বৈঠকে দলীয় সাংসদদের কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশ, নিয়মিত সংসদে উপস্থিত থাকতে হবে। এদিনের বৈঠকে দলীয় সাংসদের হাজিরার হার নিয়ে উষ্মাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। ক্ষুব্ধ মোদী জানান, কোরামের অবর্তমানে বহুক্ষেত্রে সংসদের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে। তাঁর মতে, সংসদে হাজির হওয়ার জন্য তাঁকে সকলকে অনুরোধ করতে হবে—এটা কাম্য নয়। কারণ, হাজিরা দেওয়াটা সাংসদদের প্রধান কর্তব্য। দলীয় সাংসদদের তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে যে কোনও দিন তিনি যে কোনও সাংসদকে আলোচনায় ডাকতে পারেন। তার জন্য নিয়মিত হাজিরা জরুরি। এদিনের বৈঠকে ক্ষুব্ধ মোদী বলেন, দেখে মনে হচ্ছে, সাংসদরা বাইরে এত কাজ করছেন যে, সংসদে হাজিরা দিতে পারছেন না। তিনি মনে করিয়ে দেন, লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধি হিসেবে সাংসদদের উচিত কক্ষে হাজির হওয়া।