আমলাদের কাজে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী বেরিয়ে গেলেন বৈঠক ছেড়ে
ABP Ananda, Web Desk | 14 Jan 2017 01:05 PM (IST)
নয়াদিল্লি: সব সরকারি বৈঠকে প্রথম থেকে শেষ পর্যন্ত বসে থাকতেই অভ্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সরকারি আমলাদের দুটি বৈঠকে অপেশাদারিত্ব নিয়ে প্রকাশ্যেই সমালোচনা করেছেন তিনি। অসন্তোষ গোপন না করে একটি বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান। জানা গেছে, গত সপ্তাহে নানা সরকারি দফতরের কাজকর্ম নিয়ে দুটি গ্রুপ অফ সেক্রেটারিজের বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী। প্রথম বৈঠকটি ছিল কৃষি ও সম্পর্কিত বিভাগগুলি নিয়ে। আমলাদের বলা হয়েছিল, নতুন নতুন চিন্তাভাবনা ও নীতি সংক্রান্ত আইডিয়া নিয়ে আসতে। কিন্তু তাঁদের কাজ আশানুরূপ মনে হয়নি প্রধানমন্ত্রীর। তাঁদের বলা হয়, আবার নতুন করে সব কাজ করে নতুন আইডিয়া নিয়ে আসতে। দ্বিতীয়টি ছিল স্বাস্থ্য, স্বচ্ছতা ও নগরোন্নয়ন নিয়ে। বৈঠকে আমলারা ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা, সব সচিব ও বিভাগীয় প্রধান, প্রধানমন্ত্রীর অফিস ও নীতি আয়োগের আধিকারিকরা। কিন্তু বৈঠকের মাঝপথেই বেরিয়ে যান মোদী। আমলাদের কাছে পরিষ্কার হয়ে যায়, তাঁদের কাজে মোটেই সন্তুষ্ট নন তিনি। প্রধানমন্ত্রী শুধু সব বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত থাকা পছন্দ করেন না, আলোচনায় যোগও দেন তিনি। জানা গেছে, প্রধানমন্ত্রী বরিষ্ঠ সরকারি আধিকারিকদের কাছে স্পষ্ট করে দিয়েছেন, কেন্দ্র সব সময় তাঁদের কাছে নতুন নতুন আইডিয়া চায়, তাঁদের উচিত, সামগ্রিকভাবে ভাবার চেষ্টা করা।