নয়াদিল্লি: একশ দিনের কাজ (মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন) প্রকল্পে এবারের বাজেটে বরাদ্দ বেড়ে হল ৪৮ হাজার কোটি টাকা। এদিন লোকসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, একশ দিনের কাজে বরাদ্দ ২০১৬-১৭-র ৩৭ হাজার কোটি টাকা থেকে আগামী অর্থবর্ষে বাড়িয়ে করা হল ৪৮ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী বলেছেন, এই প্রকল্পে এতদিন পর্যন্ত এটাই সবচেয়ে বেশি বরাদ্দ।
অর্থমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পে গত কয়েক বছরে মহিলাদের অংশগ্রহণ বেড়েছে। অতীতের ৪৫ শতাংশ থেকে বেড়ে মহিলাদের অংশগ্রহণ বেড়ে হয়েছে ৫৫ শতাংশ।
একশ দিনের কাজের প্রকল্প রূপায়ন সম্পর্কে নজরদারির জন্য এবার থেকে সরকার মহাকাশ প্রযুক্তি ব্যবহার করবে বলেও জানিয়েন জেটলি।
উল্লেখ্য, বাজেট পেশের আগের দিনই কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী কর্মসংস্থান তৈরি করতে না পারার জন্য সরকারকে বিঁধেছিলেন। রাহুলের এই অভিযোগের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেছেন, এনডিএ সরকারই গ্রামে কাজ তৈরির প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ করেছে। তিনি আরও বলেছেন, সরকার প্রায় ৭০ টি উদ্যোগ নিয়েছে যেগুলি কর্মসংস্থান তৈরি করবে।
একশ দিনের কাজে বরাদ্দ বেড়ে ৪৮ হাজার কোটি টাকা
ABP Ananda, web desk
Updated at:
01 Feb 2017 02:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -