নয়াদিল্লি: এবারের বাজেট এতই দীর্ঘ যে ‘বোধগম্য হল না’, এমনই মন্তব্য দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট বাজেট বক্তৃতা দেন। এরপরও বাকি ছিল। কিন্তু অসুস্থতার জন্য বাজেট ভাষণ শেষ করতে পারলেন না সীতারামন।
বাজেটের পর সাংবাদিকদের মনমোহন বলেছেন, ‘এটা এতটাই দীর্ঘ, আমার বোধগম্য হল না’। উল্লেখ্য, এর আগে বাজেটের দিন মনমোহন তাঁর মতামত জানিয়েছেন। কিন্তু এদিন তাঁর প্রতিক্রিয়ায় ওই কথাই বললেন মনমোহন।
সীতারামনের এদিনের বাজেট বক্তৃতা ছিল সবচেয়ে দীর্ঘ। তবে ভাষণের মাঝপথেই থামতে হল তাঁকে। কারণ, তিনি অসুস্থ বোধ করেন। শর্করার মাত্রা কমে যাওয়ায় তাঁকে চিনির জল দিতে হয় এবং বসে পড়ার পরামর্শ দেওয়া হয়।
অর্থমন্ত্রী সংসদকে বলেন, আরও দুটি পাতা রয়েছে। বাজেট পড়া হয়েছে বলে ধরে নেওয়া হোক।
গত বছর সীতারামনের বাজেট ভাষণ ছিল দুই ঘন্টা ১৭ মিনিটের।
মনমোহন বাজেট নিয়ে কোনও মন্তব্য না জানালেও রাহুল গাঁধী সহ কংগ্রেসের অন্যান্য নেতারা বাজেট নিয়ে খুবই সরব। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, ‘এতে সরকারের মানসিকতার প্রতিফলন ঘটল..সবই কথার ফুলঝুরি, কাজের কাজ কিছুই নেই, প্রচুর পুণরাবৃত্তি এবং অসংলগ্ন’।
কংগ্রেস বলেছে, এবারের বাজেট অন্তঃসারশূণ্য এবং আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে কোনও দিশা নেই, খণ্ড খণ্ড ব্যবস্থা, পুরানো প্রকল্পগুলি নতুন মোড়কে পেশ করা, কর কাঠামোর ক্ষেত্রে শব্দের মারপ্যাঁচ এবং আর্থিক সংকটের সমাধানের ক্ষেত্রে প্রতৃত কোনও সমাধানসূত্র নেই।
কংগ্রেস নেতা আহমেদ পটেল বলেছেন, দীর্ঘতম বাজেট ভাষণ, একইসঙ্গে সবচেয়ে সারবত্তাহীনও বটে। ‘আচ্ছে দিন’, ‘নিউ ইন্ডিয়া’র পর মনে হচ্ছে সরকার ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যও ত্যাগ করেছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
‘বাজেট খুবই দীর্ঘ, বোধগম্য হল না’, বললেন মনমোহন সিংহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Feb 2020 05:04 PM (IST)
এবারের বাজেট এতই দীর্ঘ যে ‘বোধগম্য হল না’, এমনই মন্তব্য দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট বাজেট বক্তৃতা দেন। এরপরও বাকি ছিল। কিন্তু অসুস্থতার জন্য বাজেট ভাষণ শেষ করতে পারলেন না সীতারামন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -