আসন্ন বাজেটে গোশালার জন্য অর্থ বরাদ্দের দাবি প্রাণী অধিকার রক্ষা সংগঠনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jan 2018 07:01 PM (IST)
নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে এবারের সাধারণ বাজেট। তার আগে গোশালা সংরক্ষণ, পশুচারণের জমির উন্নয়ন সহ বিভিন্ন খাতে আর্থিক বরাদ্দের দাবি জানাল একটি প্রাণী অধিকার রক্ষা সংগঠন। ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যানিম্যাল প্রোটেকশন অর্গানাইজেশনস (এফআইএপিও) নামে এই সংগঠনের আরও দাবি, রাস্তার কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ প্রকল্পের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে হবে। এফআইএপিও –র ডিরেক্টর বরদা মেহরোত্রা বলেছেন, ‘গোশালাগুলিতে গাদাগাদি করে গরুদের রাখা, কম খেতে দেওয়া, উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা না থাকা, দূষিত জল, খাবার, বাতাসের মাধ্যমে সব গরুর মধ্যে রোগ ছড়িয়ে পড়ার ঘটনা দেখা যায়। যে গরুগুলিকে গোশালায় রাখা হয়, সেগুলি আর দুধ দেয় না। তাই গোশালাগুলি রক্ষণাবেক্ষণের জন্য সরকারকে আরও অর্থসাহায্য করতে হবে।’ মেহরোত্রা আরও বলেছেন, কসাইখানাগুলি নিয়ন্ত্রণ, রাজ্যগুলিতে প্রাণীকল্যাণ বোর্ড গঠন, গরুদের উন্নতমানের খাবারের ব্যবস্থা করার জন্য চারণভূমির উন্নতি, জলাতঙ্ক রোধে প্রকল্পের জন্যও অর্থ বরাদ্দ করতে হবে। রাস্তার কুকুরের সঙ্গে যাতে মানুষের সংঘাত না হয়, তার জন্যও সরকারকে ব্যবস্থা নিতে হবে। গুজরাতের আনন্দের ধর্মরাজ গ্রামকে গোরক্ষার ক্ষেত্রে আদর্শ বলে উল্লেখ করেছেন মেহরোত্রা।