পটনা: জেলবন্দি বজরং দলের সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের দেখা করার তীব্র বিরোধিতা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এধরনের ঘটনাকে ‘অসমর্থনযোগ্য’ উল্লেখ করে তিনি সাফ জানিয়ে দেন, রাজ্য কোনওভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা হলে, তিনি বরদাস্ত করবেন না।
গতকাল, জেলবন্দি বজরং দল সদস্যদের সঙ্গে দেখা করেন নওদার লোকসভা সাংসদ গিরিরাজ। গত বছর, রাজ্যে গোষ্ঠীসংঘর্ষের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এই সদস্যদের মধ্যে একজনকে সম্প্রতি গ্রেফতার করা হয়। প্রতিবাদে বনধ ডাকলে সেই সময় বাকিদের আটক করা হয়। দেখা করার পর গিরিরাজ এক জেলবন্দির বাড়িতেও যান। সেখানে পরিবারের সঙ্গে কথা বলার পর বেরিয়ে এসে দাবি করেন, হিন্দুদের দমিয়ে রাখার প্রচেষ্টা করা হচ্ছে। তিনি যোগ করেন, রাজ্যের শাসক দল কেন্দ্রের শরিক হওয়া সত্ত্বেও তিনি কোনও কিছু করতে পারছেন না বলে তাঁর খারাপ লাগছে।
এর উত্তরে এদিন নীতীশ বলেন, এটা মেনে নেওয়া যায় না। কারও ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু, তাই বলে প্রকাশ্যে এভাবে কারও সমর্থন করা উচিত নয়। বিশেষ করে, প্রশাসন যাদের অভিযুক্ত করেছে। তিনি যোগ করেন, যদি কারও মনে হয়, অন্যায় হয়েছে, তাহলে আদালতের দ্বারস্থ হতে পারেন।
জেলবন্দি বজরং দল কর্মীদের সঙ্গে দেখা গিরিরাজের, আপত্তি নীতীশের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jul 2018 11:47 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -