মুম্বই: একটি চিতাবাঘ দত্তক নিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে।


সোমবার, মহারাষ্ট্রের সঞ্জয় গাঁধী জাতীয় উদ্যানে গিয়ে ‘ভীমা’ নামের ওই চিতাবাঘকে দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রধান।


আটওয়ালে জানিয়েছেন, আগামী এক বছর চিতাবাঘটির ভরণ-পোষণের দায়িত্ব নেবেন তিনি। অর্থাৎ, জন্তুটির দেখভালের জন্য যাবতীয় খরচ আগামী এক বছর বহন করবেন আটওয়ালে।


প্রসঙ্গত, ১০৩ বর্গ কিলোমিটার বিস্তৃত এই জাতীয় উদ্যানটির পরিচালনা করে মহারাষ্ট্র সরকার। জন্তুদের রক্ষণাবেক্ষণে খরচ বৃদ্ধির ফলে, এই ‘দত্তক-প্রথা’ কয়েক বছর আগে শুরু হয়।