সাহারানপুর: দেশে হিন্দুদের জনসংখ্যা বাড়াতে হবে। এমনই মন্তব্য করলেন এক কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গিরিরাজ সিংহ বলেছেন, জনসংখ্যা না বাড়লে ধর্ম কীভাবে রক্ষা হবে! উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেববাদ এলাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গিরিরাজ বললেন, এ দেশের মানুষ রাম মন্দির চাইছেন। কিন্তু দেশে কোনও রাম-ভক্ত না থাকলে কীভাবে রামমন্দির তৈরি হবে। একইসঙ্গে তাঁর নিদান, হিন্দু সমাজের জনসংখ্যা বাড়াতে হবে। দেশের আটটি রাজ্য হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে।

গিরিরাজ বলেছেন, দেশভাগের সময় পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল ২২ শতাংশ। এখন তা কমে হয়েছে ১ শতাংশ। অন্যদিকে ভারতে হিন্দু জনসংখ্যা ছিল ৯০ শতাংশ এবং মুসলিম জনসংখ্যা ১০ শতাংশ। কিন্তু দেশে এখন মুসলিমদের সংখ্যা বেড়ে হয়েছে ২৪ শতাংশ। হিন্দু জনসংখ্যা কমে হয়েছে ৭৬ শতাংশ।