নরসিংপুর (মধ্যপ্রদেশ): কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেলের ২৬ বছরের ছেলে, খুনের চেষ্টার মামলায় গ্রেফতার হওয়া প্রবাল পটেলের একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ স্থানীয় আদালতের। বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অজয় সিংহ বুধবার প্রবালের একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বাকি ৬ অভিযুক্তকে ১ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন তিনি।
গত সোমবার রাতে গোটেগাওয়ে কয়েকজনের ওপর হামলায় অভিযুক্ত হিসাবে ধৃত সাতজনের অন্যতম প্রবাল। ওই হামলায় জখম হন ৫ জন। হামলায় জড়িত সন্দেহে মন্ত্রীর ভাইপো মনু ও আরও চারজনের খোঁজে জোর পুলিসি তল্লাসি চলছে বলে খবর। ২৭ বছরের পলাতক মনু প্রহ্লাদের ছোট ভাই জালাম সিংহ পটেলের ছেলে। মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী জালাম এখন নরসিংপুরের বিজেপি বিধায়ক।
গোটেগাওয়ের কিসানি মহল্লার বাসিন্দা প্রবাল এই মামলায় প্রধান অভিযুক্ত বলে জানিয়েছেন পুলিশকর্তারা।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় পর্যটনের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয় দামোহ-র বিজেপি সাংসদ প্রহ্লাদ পটেলকে।
অভিযোগ, হিমাংশু রাঠোর ও রাহুল রাজপুত নামে দুজন বিয়েবাড়ি থেকে ফেরার পথে পিছু নিয়ে তাঁদের মারধর করেন প্রবাল, তাঁর সঙ্গীসাথীরা। তাঁদের নাকি মনু পটেলের কার্য্যালয়ে নিয়ে গিয়ে নিগ্রহ করা হয়। পরে দুজনকে জনৈক শিবম রাইয়ের বাড়িতে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তারা শিবম, তাঁর বাবা ঈশ্বর রাই ও তাঁর বন্ধু ময়াঙ্ককেও মারধর করে বলে অভিযোগ। সেখানে নাকি গুলিও চলে, একটি বুলেট রাঠোরের হাতে লাগে। তিনি জখম হন।
যদিও কী কারণে এই হামলা, তা পুলিশ এখনও খুঁজে বের করতে পারেনি। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা) ও ৩৬৫ (কাউকে অন্যায় ভাবে আটকে রাখার জন্য অপহরণ) ধারায়।
জালাম পটেলের অবশ্য দাবি, নিগ্রহের সময় তাঁর ছেলে মনু ও ভাইপো প্রবাল ঘটনাস্থলেই ছিলেন না।
খুনের চেষ্টার মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের পুলিশ হেফাজত
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jun 2019 08:45 PM (IST)
গত সোমবার রাতে গোটেগাওয়ে কয়েকজনের ওপর হামলায় অভিযুক্ত হিসাবে ধৃত সাতজনের অন্যতম প্রবাল। ওই হামলায় জখম হন ৫ জন। হামলায় জড়িত সন্দেহে মন্ত্রীর ভাইপো মনু ও আরও চারজনের খোঁজে জোর পুলিসি তল্লাসি চলছে বলে খবর।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -