নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ের পরেও তিন তালাক বন্ধ হচ্ছে না। সেই কারণে এবার আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীরা এ বিষয়ে ঘণ্টাখানেক আলোচনা করলেন। এই বৈঠকের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। বৈঠকে হাজির ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, সামাজিক ন্যায়বিধান ও ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রী থবরচাঁদ গেহলট, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। এছাড়া অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপালও বৈঠকে যোগ দেন। এদিনের বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সূত্রের খবর, সংসদের শীতকালীন অধিবেশনে তিন তালাক বন্ধ করা সংক্রান্ত আইন পেশ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

বর্তমান আইন অনুযায়ী, কোনও মুসলিম মহিলার স্বামী তাঁকে তিন তালাক দিলে সেই মহিলার আর কিছু করার থাকে না। এই আইন সংশোধন বা নতুন আইন আনার কথা ভাবছে কেন্দ্র। এদিনের বৈঠকে সে বিষয়েই আলোচনা হয়েছে।

এ বছরের অগাস্টে সুপ্রিম কোর্ট তিন তালাক বেআইনি বলে রায় দিয়েছে। কিন্তু তারপরেও একাধিক তিন তালাকের খবর প্রকাশ্যে এসেছে। সেই কারণেই আইন এনে তিন তালাক বন্ধ করতে চাইছে কেন্দ্র।