বুদ্ধগয়া: সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর চাঁদের প্রতি তাঁর অসীম কৌতূহল, এমনকী চাঁদে তাঁর জমি কেনার খবর প্রকাশ্যে আসে। প্রয়াত অভিনেতার দেখাদেখি, তাঁর অনুপ্রেরণায় অনেকে চাঁদে কেনায় আগ্রহী হয়ে উঠছেন। সম্প্রতি বিহারের এক বাসিন্দা জন্মদিনে চাঁদে এক একর জমি কিনে নিজেকেই গিফট করেছেন। নীরজ কুমার নামে এই ব্যবসায়ী বুদ্ধগয়ার প্রথম কেউ যিনি এমন দামি উপহারের মালিক হলেন। তাঁর বরাবরের বাসনা ছিল চাঁদে যাওয়ার, কিন্তু তা সম্ভব না হওয়ায় সেখানে জমি কেনার সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন নীরজ। এও জানিয়েছেন, এজন্য যে অর্থব্যয় হয়েছে, সেটা খুব বেশি হয়তো নয়, কিন্তু প্রক্রিয়াটা জটিল।
সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, খবরে দেখি, শাহরুখ খান, সম্প্রতি প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের মতো অনেক নামী-দামী মানুষ চাঁদে জমি কিনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করি। লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল নামে একটি মার্কিন সংস্থার মাধ্যমে চাঁদে অনলাইনে জমি কেনা-বেচার ব্যাপারে জানতে পারি। গুগলের মাধ্যমে ওদের সঙ্গে যোগাযোগ করে ২০১৯ এর অক্টোবরে চাঁদে এক একর জমির আবেদন করি। তখন ওদের ৪৮ হাজার টাকা দিই। ওই টাকা ডলারে বদলে দেওয়া হয়। অনলাইনে অনেক পেপারওয়ার্কের পর গত ৪ জুলাই জানতে পারি, আমার ডিডটা সম্পূর্ণ হয়েছে। কোনওদিন সুযোগ পেলে চাঁদে যাওয়ার ইচ্ছা রইল।
নীরজের আগে সাহারানপুরের বাসিন্দা পূজা গুপ্তাও ফাদার্স ডে-তে বাবা বিবেক গুপ্তাকে চাঁদে এক একর জমি উপহার দিয়েছেন।
প্রসঙ্গত, সুশান্ত চাঁদের প্রত্যন্ত এক প্রান্তে এক খন্ড জমি কিনেছিলেন। ওই অংশটিকে ‘সি অব মাসকোভি’ বলা হয়। আন্তর্জাতিক লুনার ল্যান্ডস রেজিস্ট্রি থেকে ওই জমি কিনেছিলেন অকালপ্রয়াত অভিনেতা।