নালন্দা: বিশ্ববিদ্যালয় বা যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান মুক্ত চিন্তার উন্মুক্ত প্রাঙ্গন। সেখানে বাক-স্বাধীনতা, স্বাধীন ভাবনা-চিন্তা, তর্ক-বিতর্ক প্রভৃতিকে উৎসাহ দেওয়া উচিত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই বললেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

 

ওই অনুষ্ঠানে নালন্দার গৌরবান্বিত ইতিহাসের কথা স্মরণ করে তিনি বলেন, ১২০০ বছরের পুরোনো এই বিশ্ববিদ্যালয় এক ধারণা, সংস্কৃতি বহন করে আনছে। বহু বছর আগেই ভারতবর্ষ উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বন্ধুত্ব, সহযোগিতা, তর্ক, আলোচনার বার্তা দিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানই তর্ক, আলোচনা, অবাধে মত বিনিময় প্রভৃতির উপযুক্ত জায়গা। এই পরিবেশকে উৎসাহিত করা উচিত।

 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় সর্বদা মুক্ত চিন্তা, বাক-স্বাধীনতার প্রাঙ্গন হওয়া উচিত। সেখানে অসহিষ্ণুতা, কুসংস্কার, ঘৃণার কোনও জায়গা নেই।