আয়কর জমা করেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তি! করিনার অভিযোগে মামলা পুলিশের
Web Desk, ABP Ananda | 02 Oct 2016 05:40 PM (IST)
মুম্বই: কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি করিনা কপূরের নামে আয়কর রিটার্ন দাখিল করেছে। আর এই ঘটনা জানতে পেরে পুলিশের দ্বারস্থ অভিনেত্রী। পুলিশের কাছে গিয়ে করিনা অভিযোগ করেন, তাঁর অজ্ঞাতে তাঁর নাম ভাঁড়িয়ে আয়কর রিটার্ন দাখিল করেছে কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। জানা গিয়েছে, অভিনেত্রীর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রদীপ ঠক্কর মুম্বই পুলিশের সাইবার সেল শাখার ডেপুটি কমিশনার সচিন পাতিলের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। সেখানে বলা হয়েছে, কেউ বা কারা করিনার প্যান কার্ডের তথ্য এবং পাসওয়ার্ড হাতিয়ে অনলাইনে রিটার্ন ফাইল করেছে। এরপরই তথ্যপ্রযুক্তি আইনের আওতায় পুলিশ একটি ‘পরিচয় চুরি’ মামলা দাখিল করে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।