নয়াদিল্লি:ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬২ লক্ষ পেরিয়ে গেছে!দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ছুঁইছুঁই!এই পরিস্থিতিতে এবার আনলক ফাইভ শুরু হতে চলেছে!


কনটেনমেন্ট জোনের বাইরে আরও একাধিক ক্ষেত্রে ছাড় দিল মোদি সরকার।

-১৫ অক্টোবর থেকে খুলবে সিনেমা-থিয়েটার-মাল্টিপ্লেক্স

-মোট দর্শকাসনের ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন।

-বিনোদন পার্কগুলি খোলা যাবে।

-খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত সুইমিং পুল খোলার ছাড়পত্রও দেওয়া হয়েছে

-১৫ অক্টোবরের পর থেকে ধাপে ধাপে স্কুল-কোচিং সেন্টারগুলি খোলার বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারগুলি

-অভিভাবকদের লিখিত অনুমতিক্রমেই পড়ুয়ারা স্কুলে হাজির হতে পারবে

-পড়ুয়াদের স্কুলে হাজির হওয়ার জন্য চাপ দেওয়া যাবে না, পুরোটাই অভিভাবকদের সম্মতির ওপর নির্ভর করবে।

-কলেজ এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে স্কুল শিক্ষা দফতর কিংবা স্কুল শিক্ষা মন্ত্রক।

-সামাজিক-শিক্ষা-ক্রীড়া-বিনোদন-সংস্কৃতি-ধার্মিক-রাজনৈতিক অনুষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ অংশগ্রহণকারীর সংখ্যা এখন ১০০

-১৫ অক্টোবরের পর থেকে রাজ্য সরকারগুলি এই সংখ্যা নিজেদের প্রয়োজন মতো বাড়াতে পারে

-তবে, ঘেরা জায়গার ক্ষেত্রে যত সংখ্যক লোক ধরে, তার ৫০ শতাংশের বেশি উপস্থিত থাকতে পারবেন না।

এই সব নিয়মই কনটেনমেন্ট জোনের বাইরের ক্ষেত্রে প্রযোজ্য বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি নির্দেশিকায় জানানো হয়েছে।

তবে সর্বক্ষেত্রেই মেনে চলতে হবে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি।
কনটেনমেন্ট জোনে ৩১ অক্টোবর পর্যন্ত বহাল লকডাউন।
কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউনে লাগবে কেন্দ্রের অনুমতি।

করোনাভাইরাস রুখতে ভারতে মার্চ মাস থেকে লকডাউন জারি হয়েছিল। পরে দফায় দফায় আনলকের মাধ্যমে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।