নয়াদিল্লি: উন্নাও ধর্ষণকাণ্ডের নির্যাতিতা তরুণীর দুর্ঘটনা মামলায় বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার সকল অভিযুক্তদের বাড়িতে রবিবার তল্লাশি চালাল সিবিআই।
এদিন উত্তরপ্রদেশের চার জেলা -- লখনউ, বান্দা, উন্নাও ও ফতেপুরের অন্তর্গত ১৭টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়। দুর্ঘটনাকাণ্ডে সেঙ্গার সহ ১০ জন এবং আরও ১৫-২০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেছে সিবিআই।
গত ৩০ জুলাই, রায় বরেলিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন নির্যাতিতা ও তাঁর আইনজীবী। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় নির্যাতিতার পরিবারের দুই সদস্যের। তার আগে, তরুণী অভিযোগ করেছিলেন, ২০১৭ সালের ৪ জুন নিজের বাড়িতে সেঙ্গার তাঁকে ধর্ষণ করেছে। সেই মামলা আদালতে বিচারাধীন।
এদিকে, দুর্ঘটনাকাণ্ডের পর, প্রবল চাপের মুখে সেঙ্গারকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। পাশাপাশি, নির্যাতিতাকে সুরক্ষা ঠিকমতো দিতে না পারার অভিযোগও ওঠে যোগী আদিত্যনাথ প্রশাসনের বিরুদ্ধে।
উন্নাও: সেঙ্গার সহ অভিযুক্তদের বাড়িতে সিবিআই তল্লাশি
Web Desk, ABP Ananda
Updated at:
04 Aug 2019 04:51 PM (IST)
দুর্ঘটনাকাণ্ডের পর, প্রবল চাপের মুখে সেঙ্গারকে দল থেকে বহিষ্কার করে বিজেপি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -