উন্নাও গণধর্ষণকাণ্ডে হাইকোর্টে ধাক্কা যোগী সরকারের,১ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বিধায়ক গ্রেফতার হবেন কিনা, জানাতে নির্দেশ
ABP Ananda, Web Desk | 12 Apr 2018 09:13 AM (IST)
লখনউ: উন্নাও গণধর্ষণ এবং তার পর নির্যাতিতার বাবার রহস্যজনক মৃত্যু। এই মামলায় এবার ইলাহাবাদ হাইকোর্টের প্রশ্ন যোগী সরকারকে, এক ঘণ্টার মধ্যে আদালতকে জানানো হোক, অভিযুক্ত বিধায়ককে গ্রেফতার করা হবে কিনা? এর আগে এই ঘটনায় রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলবও করেছে আদালত। এর আগে উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি জানান, মামলা সিবিআইকে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত বিধায়কের গ্রেফতারির বিষয় সিদ্ধান্ত সিবিআই নেবে। এদিকে আজ সকালে উন্নাওয়ের বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। বিশেষ তদন্তকারী দল বা এসআইটি-র রিপোর্টের ভিত্তিতে ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। হাসপাতালে অভিযোগকারিণীর বাবার দায়িত্বে থাকা ২ চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। ধর্ষণের অভিযোগ আনা কিশোরীর পরিবারকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।