উন্নাও গণধর্ষণ: অবশেষে গ্রেফতার বিজেপির অভিযুক্ত বিধায়ক
ABP Ananda, Web Desk | 13 Apr 2018 08:38 AM (IST)
লখনউ: শেষ পর্যন্ত জেল এড়াতে পারলেন না উন্নাও গণধর্ষণের মুখ্য অভিযুক্ত বিজেপির কুলদীপ সিংহ সেঙ্গার। আজ ভোর সাড়ে চারটে নাগাদ সিবিআই গ্রেফতার করেছে তাঁকে। সেঙ্গারকে গ্রেফতার করা হয়েছে তাঁর ইন্দিরা নগরের বাড়ি থেকে। নিয়ে যাওয়া হয়েছে সিবিআইয়ের লখনউ অফিসে। গ্রেফতার হওয়ার পরেও দাপট কমেনি তাঁর। সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, নিজের ইচ্ছেয় দেখা করতে এসেছেন সিবিআই আধিকারিকদের সঙ্গে। তিনি দোষী নন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। বুধবার স্বতঃপ্রণোদিতভাবে উন্নাও মামলা গ্রহণ করে এলাহাবাদ হাইকোর্ট। গতকাল হয় শুনানি। আদালত উত্তর প্রদেশ সরকারকে জিজ্ঞেস করে, এক ঘণ্টার মধ্যে তারা অভিযুক্তকে গ্রেফতার করবে কিনা। জবাবে রাজ্য বলে, অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে তাদের কাছে প্রমাণ নেই। আজ দুপুরে মামলার রায় দেবে আদালত। অভিযোগকারিণীর মায়ের নালিশের ভিত্তিতে উন্নাওয়ের মাখী থানায় সেঙ্গারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাঁর কঠোর শাস্তি দাবি করেছেন অভিযোগকারিণী।