এলাহাবাদ: ইতিমধ্যে না হয়ে থাকলে উত্তরপ্রদেশের উন্নাওয়ের গণধর্ষিতার বাবার মৃতদেহের অন্তিম সংস্কার বা অন্ত্যোষ্ঠি করতে বারণ করল এলাহাবাদ হাইকোর্ট। ১৮ বছরের মেয়েটি গণধর্ষণের অভিযোগ তুলেছে এক বিজেপি বিধায়ক, তাঁর ভাই ও তাঁদের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। সোমবার তার বাবা মারা যান। অভিযোগ, ওই বিধায়কের ভাইয়ের দলবলের মারধরেই তাঁর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগারের ভাই অতুল সিংহকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ
গোটা বিষয়টি বিস্তারিত জানিয়ে সিনিয়র আইনজীবী গোপাল স্বরূপ চতুর্বেদী হাইকোর্টকে চিঠি দেন, নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তারপরই প্রধান বিচারপতি ডি বি ভোসলে ও বিচারপতি সুনীত কুমারের নেতৃত্বাধীন এলাহাবাদ হাইকোর্টের বেঞ্চ এই নির্দেশ দেয়।
যদিও গতকালই দেহ পুড়িয়ে ফেলা হয়েছে।
বেঞ্চ এ ব্যাপারে রাজ্য সরকারের অবস্থানও জানতে চেয়েছে। ১২ এপ্রিল পরবর্তী শুনানি ধার্য করেছে। পাশাপাশি অ্যাডভোকেট জেনারেল বা অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলকে শুনানির সময় গোটা মামলাটি ও কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে ব্যাপারে আদালতকে অবহিত করতেও নির্দেশ দিয়েছে বেঞ্চ।
এদিকে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সপ্তাহে উন্নাও গণধর্ষণের সিবিআই তদন্তের আবেদন শোনা হবে।
উন্নাওয়ের গণধর্ষণ: উত্তরপ্রদেশ সরকারের অবস্থান জানতে চাইল এলাহাবাদ হাইকোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
11 Apr 2018 07:45 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -