লখনউ: উন্নাও ধর্ষণের প্রধান অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের পোটেন্সি টেস্ট করতে চলেছে সিবিআই। সেঙ্গার দাবি করেছেন, তিনি শারীরিকভাবে অক্ষম ফলে ধর্ষণ করা তাঁর পক্ষে সম্ভব নয়। সেই দাবি যথার্থতা দেখতে এই পোটেন্সি টেস্টের সিদ্ধান্ত।
উন্নাও গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর তোলপাড় হয়ে গিয়েছে গোটা দেশ। শুধু ধর্ষণই নয়, অভিযোগ, ওই তরুণীর বাবাকে পুলিশের লকআপে পিটিয়ে মেরেছে অভিযুক্ত বিজেপি বিধায়কের ভাই ও দলবল। প্রথমে নির্বিকার থাকলেও পরে প্রশাসনিক চাপে তাঁকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ।
কিন্তু সেঙ্গার এবার দাবি করেছেন, তিনি শারীরিকভাবে অসমর্থ ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে। তাই সিবিআই চাইছে, আগেভাগেই তাঁর পোটেন্সি টেস্ট করিয়ে নিতে যাতে আদালতে গিয়ে তিনি আবার এই অক্ষমতার ‘ধুয়ো’ না তুলতে পারেন। এই পোটেন্সি টেস্টের মাধ্যমে বোঝা যায় কোনও ব্যক্তি ধর্ষণে সক্ষম কিনা। কিছু কিছু ক্ষেত্রে অভিযুক্ত ধর্ষকের এই পরীক্ষা হয়েছে।
সম্ভবত দিল্লির এইমসে হবে সেঙ্গারের পোটেন্সি টেস্ট। সিবিআই চেষ্টা করেছিল লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি বা রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ পরীক্ষাটি করাতে। কিন্তু ঠিকমত পরিকাঠামো না থাকায় এই দুটি প্রতিষ্ঠানই সিবিআইয়ের প্রস্তাবে রাজি হয়নি।
উন্নাও ধর্ষণ: অভিযুক্ত কুলদীপ সিংহ সেঙ্গারের পোটেন্সি টেস্ট করবে সিবিআই
ABP Ananda, Web Desk
Updated at:
27 Apr 2018 02:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -