উন্নাও গণধর্ষণ:উত্তরপ্রদেশকে যোগী সরকারের থেকে বাঁচান,অমিত শাহকে চিঠি বিজেপি নেত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Apr 2018 01:17 PM (IST)
লখনউ: উন্নাও গণধর্ষণকাণ্ডের পর উত্তাল গোটা উত্তরপ্রদেশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যোগী আদিত্যনাথ সরকারকে। তার মধ্যেই রাজ্যের শাসক শিবিরের নেত্রী দীপ্তি ভরদ্বাজ অমিত শাহকে চিঠি লিখলেন। চিঠির বিষয়, রাজ্যে ক্রমশই বেড়ে চলেছে খুন, ধর্ষণ, যৌন নির্যাতনের মতো ঘটনা। প্রশ্নের মুখে মহিলা ও শিশুদের নিরাপত্তা। তারমধ্যে এই উন্নাওকাণ্ড এবং পরবর্তী ঘটনা দলের মুখে কালি মাখিয়েছে। এই অবস্থায় উত্তরপ্রদেশকে যোগী সরকারের থেকে বাঁচানোর আর্জি জানিয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন ওই বিজেপি নেত্রী। ওই বিজেপি নেত্রী তাঁর বক্তব্যে আরও লেখেন, দলের মধ্যে অমিত শাহর চেয়ে বড় আর কেউ নেই। তাই তাঁর মনে হয়েছে, রাজ্যে ঠিক কী ঘটছে সেটা বিজেপির শীর্ষ নেতৃত্বের জানা প্রয়োজন। এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে দীপ্তি বলেন, বিজেপি যেখানে মহিলাদের সম্মান রক্ষার্থে সওয়াল করে গোটা দেশে, সেখানে উত্তরপ্রদেশ সরকার সেই সুরক্ষা মহিলাদের দিতে সম্পূর্ণ ব্যর্থ। এদিকে বুধবার উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিধায়ক কুলদীপ সেঙ্গারের স্ত্রী সঙ্গীতা সেনগর উত্তরপ্রদেশের ডিজির সঙ্গে দেখা করে তাঁর স্বামীর এবং নির্যাতিতার ন্যার্কো টেস্টের দাবি তুলেছেন। ধর্ষিতা মহিলা এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলে বিচার চেয়েছেন। কারণ, তাঁকে একটি হোটেলের ঘরে বন্দি রেখে দীর্ঘ সময় একফোঁটা জল পর্যন্ত না দেওয়ার অভিযোগ তুলেছেন নির্যাতিতা।