ট্রেন্ডিং

নিয়োগ বিধিতে বড়সড় বদল ! বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর

বাংলা আবাসের টাকা পেতেই উপভোক্তাদের ফোন TMC নেতার, '৬ হাজার টাকা দিতে হবে, পার্টি ফাণ্ডে জমা হবে..'

'বাংলা বলছে, নির্মম সরকার চাই না'। মুর্শিদাবাদকাণ্ডে আক্রমণে প্রধানমন্ত্রী

রাজ্যে চাকরিহারা শিক্ষকের মৃত্যু ! কাল 'অর্ধনগ্ন' মিছিলের ডাক

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের ৯টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
কলকাতার অস্ত্র উদ্ধারে ঝাড়খন্ড যোগ !
উন্নাও-ধর্ষিতা, পরিবারকে মধ্যপ্রদেশে পাকাপাকি বসবাসের প্রস্তাব কমলনাথের
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধর্ষিতাকে তাঁর সরকার ‘রাজ্যের মেয়ে’র মর্যাদা দেবে।
Continues below advertisement

ভোপাল: সুপ্রিম কোর্টের উন্নাও ধর্ষণ মামলা সংক্রান্ত রায়ের পর নির্যাতিতাকে তাঁর রাজ্যে এসে থাকার প্রস্তাব দিলেন কমলনাথ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধর্ষিতাকে তাঁর সরকার ‘রাজ্যের মেয়ে’র মর্যাদা দেবে। গতকাল শীর্ষ আদালত উন্নাও ধর্ষণ সংক্রান্ত পাঁচটি মামলাই উত্তরপ্রদেশের লখনউয়ের এক আদালত থেকে দিল্লির এক আদালতে সরানোর নির্দেশ দিয়ে রোজ শুনানি, বিচার প্রক্রিয়া চালিয়ে ৪৫ দিনের মধ্যে তা সম্পূর্ণ করতেও বলে।
এই প্রেক্ষাপটে কমলনাথ ট্যুইট করেন, ধর্ষিতাকে তাঁর সরকার ‘রাজ্যের মেয়ে’র মর্যাদা দেবে। মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত স্বাগত। নির্যাতিতা, তার মা ও পরিবার নিরাপত্তার অভাব বোধ করে উত্তরপ্রদেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ওদের মধ্যপ্রদেশে পাকাপাকি থাকার আবেদন করছি। পুরো পরিবারটিকে পূর্ণ নিরাপত্তা দেব আমরা। নির্যাতিতার আরও ভাল চিকিত্সার ব্যবস্থাও করব, উন্নত মানের শিক্ষা সহ তার যাবতীয় ভাল-মন্দের দায়িত্ব নেব, সে যাতে কোনও সমস্যায় না পড়ে, সেটা সুনিশ্চিত করব।
আদালতে শুনানিতে হাজির থাকার জন্য নির্যাতিতার পরিবারের আসা যাওয়ার দায়িত্ব রাজ্য সরকার নেবে বলে জানান কমল নাথ। বলেন, ওকে রাজ্যের মেয়ে হিসাবে দেখে ওর যত্ন নেব।
অভিযোগ, ২০১৭-য় ১৯ বছরের মেয়েটিকে নিজের বাড়িতে ধর্ষণ করে বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগার। ২৮ জুলাই সে যে গাড়িতে নিজের আইনজীবী, দুই আত্মীয়ার সঙ্গে যাচ্ছিল, রায়বরেলিতে তাতে ধাক্কা মারে জোরে ছুটে আসা একটি ট্রাক যার প্লেট নম্বর কালি দিয়ে লেপে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তার দুই আত্মীয়া নিহত হন। মারাত্মক জখম হয় নির্যাতিতা ও আইনজীবী।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে