ওই মহিলার অভিযোগ, ইমরান নামে ওই কাউন্সিলর ও তাঁর এক শাগরেদ তাঁকে ধর্ষণ করেছেন। সেই ধর্ষণের ঘটনার ভিডিও তুলে তা প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে অভিযুক্তরা মুখবন্ধ রাখার হুমকি দেন বলেও অভিযোগ ওই মহিলার।
ওই মহিলার স্বামীর অভিযোগ, অভিযুক্ত সমাজবাদী পার্টি (সপা)-র সদস্য।
তিনি আরও বলেছেন, প্রায় দুই মাস পর পুলিশ অভিযোগ দায়ের করে। কিন্তু অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি।
উন্নাও পুলিশ জানিয়েছে, অভিযোগের সঙ্গে সঙ্গেই এফআইআর দায়ের করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অনুপ সিংহ বলেছেন, এই ঘটনায় তদন্ত চলছে। এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, উন্নাওয়ে বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোলের মধ্যে এই অভিযোগ প্রকাশ্যে এল।