কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ও বিজেপি শান্তি নষ্ট করার চেষ্টা করছে, জেনেবুঝে সম্পূর্ণ অসহযোগিতা করছে বলে গতকালই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্য সরকারের দাবি মতো সিআরপিএফ পাঠায়নি কেন্দ্র, পাহাড়ের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এর জেরেই। দার্জিলিঙে অচলাবস্থা চলছে টানা ২৫ দিন ধরে।
পাল্টা আজ এক আলোচনা সভায় মাধব মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনার রাজ্যে একদিকে গোর্খা জনগণ আন্দোলনে নেমেছেন, আপনি তাঁদের কথা শুনছেন না, অন্যদিকে চলছে সাম্প্রদায়িক হাঙ্গামা। আপনার সত্যিই কি কষ্ট হয়?আপনার নিজের কাছে কোনও উত্তর নেই, আপনি তাই দুষছেন অন্যদের।
সাংবাদিকদের মাধব বলেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার হাল ভয়াবহ হয়ে ওঠার জন্য তৃণমূল কংগ্রেসও সমান দায়ী।
গোরক্ষাকে 'মহান অভিযান' বলেন তিনি। মাধবের বক্তব্য, আমরা হলাম পুজো-কেন্দ্রিক সমাজ। ভারতীয়রা প্রতিটি জিনিস পবিত্র বলে দেখে। কিন্তু দেশকে এই পবিত্রতা বোধকে সঠিক ভাবে বুঝতে হবে। গরু পবিত্র, গোরক্ষা পবিত্র কাজ। তবে মনে রাখতে হবে, সবচেয়ে দামী হল জীবন। গরুর পবিত্রতা রক্ষা করতে হবে বৈকি, কিন্তু তা বলে জীবনের পবিত্রতা নষ্ট হতে দেওয়া চলবে না। কোনও কিছু রক্ষার নামে কাউকে পেটানো যায় না।
বিজেপির সঙ্গে যোগ থাকা ইন্ডিয়া ফাউন্ডেশন নামে থিঙ্কট্যাঙ্কের লোকজনকে পূর্ব নির্ধারিত সফরের ভিসা চিন দেয়নি বলে যে খবর শোনা যাচ্ছিল, সে প্রসঙ্গে অবশ্য মাধব জানান, বিষয়টি মিটে গিয়েছে, ওই সফরও সূচি অনুসারেই হচ্ছে।