নয়াদিল্লি: বিমানে অভব্য আচরণ করলে এবার মাঝ আকাশেই হাতে পড়তে হতে পারে হাতকড়া। তাও আবার প্লাস্টিকের! নানা অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে এমন ভাবনাচিন্তা করছে এয়ার ইন্ডিয়া।
কখনও অভব্য আচরণ, কখনও শ্লীলতাহানি, কখনও মত্ত অবস্থায় ঝামেলা। বিমানে একাধিকবার সামনে এসেছে এই ধরণের ঘটনা। যেমন, ২০১৬-র ২১ ডিসেম্বর মুম্বই থেকে নিউইয়র্কগামী বিমানে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হন এক যাত্রী। ওই মহিলা যাত্রী তখন ঘুমাচ্ছিলেন।
সম্প্রতি দ্বিতীয় ঘটনাটি ঘটে চলতি বছরের ২ জানুয়ারি। মাস্কট থেকে নয়া দিল্লিগামী বিমানে এক যাত্রীর বিরুদ্ধে বিমান সেবিকার শ্লীলতাহানির অভিযোগ ওঠে।
এধরণের ঘটনা গত কয়েকবছরে বেড়েছে। তাই অভিযুক্ত যাত্রীদের বাগে আনতে আন্তর্জাতিক উড়ানে প্লাস্টিকের হাতকড়া পড়ানোর ব্যবস্থা চালু করেছে এয়ার ইন্ডিয়া ইন্ডিয়া কর্তৃপক্ষ। অন্তর্দেশীয় বিমানেও এ ধরণের ঘটনা বাড়ায় এবার সেখানেও এই পদ্ধতি চালুর কথা ভাবা হচ্ছে।
অভব্য আচরণ করলেই যাত্রীর হাতে প্লাস্টিকের হাতকড়া পড়িয়ে তা লাগিয়ে দেওয়া হবে সিটের সঙ্গে।
কর্তৃপক্ষের বক্তব্য, বিমানের মধ্যে অপ্রীতিকর ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন যাত্রীরা। কখনও কখনও জরুরি অবতরণও করতে হচ্ছে। যার জন্য একদিকে বিমান সংস্থার খরচ বাড়ছে, অপরদিকে সময়ও অপচয় হচ্ছে যাত্রীদের।
তাই অন্তর্দেশীয় বিমানেও এবার মাঝ আকাশে যাত্রীদের অভব্য আচরণ রুখতে কড়া পদক্ষেপ করতে চাইছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
বিমানে অভব্য আচরণ করলেই এবার প্লাস্টিকের হাতকড়া, ভাবনা এয়ার ইন্ডিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
08 Jan 2017 07:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -