নয়াদিল্লি: রেল ব্যবস্থায় এখনই পরিবর্তন চাই। তা না হলে মুম্বইতে বুলেট ট্রেনের কাজ আটকে দেওয়া হবে। বললেন রাজ ঠাকরে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান জানিয়েছেন, ৫ তারিখ তাঁর দল মুম্বইয়ের চার্চ গেটে পশ্চিম রেলওয়ে সদর দফতরের সামনে আন্দোলন করবে।
গতকাল মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশনের ফুটওভার ব্রিজে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে ২২ জন প্রাণ হারিয়েছেন, আহতের সংখ্যা ৩৯। অভিযোগ উঠেছে, শিবসেনা ১০০ বছরের বেশি পুরনো ওই সেতু সারানোর দাবি তুললেও রেলমন্ত্রী পদ থেকে সদ্য ইস্তফা দেওয়া সুরেশ প্রভু নাকি তা কানে তোলেননি। এরপর শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ভাইপো রাজ আজ কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন, মুম্বইয়ে রেলওয়ে ব্যবস্থার উন্নতি না হলে ওখানে বুলেট ট্রেন প্রকল্পের একটাও ইট পাততে দেওয়া হবে না।
কেন্দ্রের তীব্র সমালোচনা করে রাজের মন্তব্য, আমাদের জঙ্গিদের প্রয়োজন কী? মানুষ মারার জন্য তো ভারতীয় রেলওয়েই যথেষ্ট। এক রিপোর্ট উদ্ধৃত করে তাঁর দাবি, প্রতি বছর রেল সংক্রান্ত দুর্ঘটনায় গড়ে ১৫,০০০ মানুষ মরছেন, এঁদের মধ্যে শুধু মুম্বইতেই গড়ে ৬,০০০ জনের প্রাণ যাচ্ছে। কংগ্রেস প্রশাসন থেকে সরে গিয়েছে, এসেছে বিজেপি। কিন্তু পরিবর্তন আসেনি এতটুকু।
রেল ব্যবস্থায় পরিবর্তন না এলে মুম্বইয়ে বুলেট ট্রেনের একটা ইটও বসবে না, হুমকি রাজ ঠাকরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Sep 2017 03:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -