গোরক্ষপুর জেলে ২৩ বন্দি এইচআইভি আক্রান্ত
Web Desk, ABP Ananda
Updated at:
28 Feb 2018 02:44 PM (IST)
গোরক্ষপুর: গোরক্ষপুর জেলা কারাগারের ৩৩ বন্দির শরীরে এইচআইভি-র জীবাণু পাওয়া গিয়েছে। হাসপাতালে তাদের চিকিত্সা চলছে।
গোরক্ষপুর জেলের সুপার রামধনি মুনি বলেছেন, জেলে গত ৮ মাসে একাধিক স্বাস্থ্য শিবির বসানো হয়েছে। সেখানেই এক মহিলা সমেত ২৩ বাসিন্দা এইচআইভি পজিটিভ দেখা গিয়েছে, অর্থাত্ তারা এইচআইভি আক্রান্ত। এইচআইভি আছে কিনা, জানতে ১৪০০ বন্দিকে পরীক্ষা করা হয়েছিল।
বিআরডি মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যান্টি-রেট্রোভাইকাল থেরাপিতে তাদের চিকিত্সা চলছে বলে জানান সুপার।
ওই জেলে ১৮০০-র বেশি বন্দি আছে। বাকিদের পরীক্ষা শীঘ্রই করা হবে বলে জানা গিয়েছে। যাদের শরীরে এইচআইভি জীবাণু পাওয়া গিয়েছে, তাদের ব্যাপারে জেল কর্তৃপক্ষ কাউন্সেলরদের সাহায্য চেয়েছে বলে জানান সুপার।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -