লখনউ: ১৫ অগাস্ট রাজ্যের সব মাদ্রাসায় জাতীয় পতাকা তুলতে হবে, গাইতে হবে জাতীয় সঙ্গীত। গোটা অনুষ্ঠানের ভিডিওগ্রাফি করতে হবে, তুলতে হবে ছবিও। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার রাজ্যের মাদ্রাসাগুলিকে এই নির্দেশ দিয়েছে।


নির্দেশটি দিয়েছে মাদ্রাসা শিক্ষা পরিষদ। চিঠি দিয়ে প্রতিটি জেলার সংখ্যালঘু কল্যাণ আধিকারিকদের এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে তারা।

চিঠিতে লেখা হয়েছে, প্রত্যেক আধিকারিককে নিজের নিজের এলাকায় প্রতিটি মাদ্রাসায় ধুমধাম করে স্বাধীনতা দিবস পালনের নির্দেশ দিতে হবে। যাবতীয় অনুষ্ঠানের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সংগ্রহ করতে হবে, যাতে ভাল অনুষ্ঠান ভবিষ্যতেও করা যায়।