লখনউ: বিষমদ খেয়ে কারও মৃত্যু হলে সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া সংক্রান্ত বিল পাশ হল উত্তরপ্রদেশ বিধানসভায়। গতকাল বিধানসভায় উত্তরপ্রদেশ আবগারি (সংশোধনী) ২০১৭ বিল পেশ করেন পরিষদীয় মন্ত্রী সুরেশ খন্না। এই বিলে বলা হয়েছে, বিষমদ খেয়ে কারও মৃত্যু হলে ব্যবসায়ীদের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানা করা হবে। পাঁচ লক্ষ টাকার কম জরিমানা হবে না। বিষমদ খেয়ে কারও অঙ্গহানি বা অক্ষমতা হলে ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, যা ৬ বছরের কম হবে না এবং ন্যূনতম তিন লক্ষ এবং সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। আজ এই বিল পাশ হয়ে গেল।


এর আগে এ বছরের সেপ্টেম্বরে যোগী আদিত্যনাথ সরকার উত্তরপ্রদেশ আবগারি আইন সংশোধন করে অর্ডিন্যান্স জারি করেছিল। তবে সেই অর্ডিন্যান্স প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার বদলে এল নয়া আইন।

এর আগে দিল্লি ও গুজরাতে বিষমদে মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার আইন হয়েছে। এবার দেশের তৃতীয় রাজ্য হিসেবে উত্তরপ্রদেশে এই আইন জারি করা হল।