লখনউ: লস্কর ই তৈবাকে অর্থ জোগানোর অভিযোগে ১০ জনকে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা। এদের গ্রেফতার করা হয়েছে গোরক্ষপুর, লখনউ, প্রতাপগড় ও মধ্য প্রদেশের রিভান থেকে। এটিএস জানিয়েছে, পাকিস্তান থেকে আসা নির্দেশ অনুযায়ী লস্করকে টাকা জোগাত এরা।
এই ঘটনায় আরও গ্রেফতার হতে পারে বলে এটিএস জানিয়েছে।
ধৃতদের নাম নাসিম আহমেদ, নইম আর্শাদ, সঞ্জয় সরোজ, নীরজ মিশ্র, সাহিল মাসিহ, উমা প্রতাপ সিংহ, মুকেশ প্রসাদ, নিখিল রাই ওরফে মুশারফ আনসারি, অঙ্কুর রাই ও দয়ানন্দ যাদব। লস্কর ই তৈবার এক জঙ্গি যোগাযোগ রাখত এদের সঙ্গে। নকল নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেখান থেকে কত টাকা কোন অ্যাকাউন্টে ফেলতে হবে সে ব্যাপারে নির্দেশ দিত। ভারতীয় দালালরা আবার নিত এর থেকে ১০ থেকে ২০ শতাংশ কমিশন।
এই সব অ্যাকাউন্ট থেকে এখনও পর্যন্ত ১ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে।
ধৃতদের মধ্যে কয়েকজন লস্করকে এই টাকা জোগানোর ব্যাপারে পরিষ্কার জানত, অন্যরা ভেবেছিল, জাল লটারিতে টাকা লাগিয়েছে তারা। ব্যাঙ্ক কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
অভিযুক্তদের কাছ থেকে পাওয়া গিয়েছে ৪২ লাখ টাকা, কয়েকটি এটিএম কার্ড, কার্ড সোয়াইপ করার মেশিন, ম্যাগনেটিক কার্ড রিডার, ৩টে ল্যাপটপ, বিভিন্ন ব্যাঙ্কের পাসবই, একটি দেশি পিস্তল ও বেশ কিছু গুলি।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে টাকা জোগাত লস্করকে, ভারতীয় দালালরা নিত ১০-২০% কমিশন, ১০ জনকে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশ
ABP Ananda, Web Desk
Updated at:
26 Mar 2018 02:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -