লখনউ: ইসলামী চরমপন্থী সংগঠন আনসারুল্লা বাংলা টিম (এবিটি)-র সঙ্গে যোগ থাকার সন্দেহে তিন বাংলাদেশি যুবককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস)।
এদিন আইজি (এটিএস) অসীম অরুণ জানান, ধৃতরা হল মহম্মদ ইমরান। রাজিউদ্দিন এবং মহম্মদ ফিরদৌস। সম্পর্কে তিনজনই ভাই। গতকাল হাওড়া-অমৃতসর এক্সপ্রেসে চড়ার সময় তিনজনকে ধরা হয়।
অসীমের দাবি, জেরায় তিনজনই স্বীকার করেছে তারা বাংলাদেশের বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে তিনটি ভুয়ো আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। পরে, তিনজনকেই গ্রেফতার করা হয়।
গত ৬ অগাস্ট, মুজাফ্ফরানগর থেকে সন্দেহভাজন এবিটি জঙ্গি আবদুল্লা ওরফে আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে তিন ব্যক্তির খোঁজ পান গোয়েন্দারা।
এদিন অসীম জানান, আবদুল্লার দেওয়া তথ্যের ভিত্তিতে দেওবন্দের মাদ্রাসাগুলিতে তদন্ত করে এটিএস। জানা যায়, এক শিক্ষক ও তার দুই ভাই নিখোঁজ হয়েছে। সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু করে এটিএস। অবশেষে বুধবার, তিনজনকেই পাকড়াও করা হয়।
বাংলাদেশে আনসর বাংলা নামেও পরিচিত এবিটি। সম্প্রতি, বাংলাদেশে বেশ কয়েকজন মুক্তচিন্তাধারা ব্লগারের ওপর হামলা ও হত্যার অভিযোগ রয়েছে এই গোষ্ঠীর ওপর।