লখনউ: ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্ট তৈরির একটি চক্রের তিনজনকে পাকড়াও করল উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন স্কোয়াড (এটিএস)। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। রাজ্য পুলিশ, গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে এটিএস গাজিয়াবাদের কুর্সি গ্রাম খেরে বাংলাদেশি নাগরিক ইউসুফ আলিকে গ্রেফতার করেছে। অন্য দুজন-ওয়াসিম আহমেদ ও এহসান আহমেদকে সাহরানপুরের দেওবন্দ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এটিএস।
ভুয়ো আধার কার্ড ও অন্যান্য নথির ভিত্তিতে এ দেশে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীদের পাসপোর্ট তৈরির এই চক্রের কাজকর্ম সম্পর্কে এটিএস খবর পেয়েছিল। তদন্তের সময় আলির নাম উঠে আসে।
এটিএস জানিয়েছে, আলি নিজেও একটি এ ধরনের পাসপোর্ট তৈরি করেছে এবং এই চক্রের সক্রিয় কর্মী। আলির কাছ থেকে দুটি আধার কার্ড, একটি প্যান কার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স, একটি ভোটার কার্ড, চেকবুক, পাসবুক, এটিএম কার্ড এবং তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের ঠিকানা সম্বলিত চার ব্যক্তির আধার ও ভোটার কার্ডের জেরক্সও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
আলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সৌদি আরব থেকে বেশ কয়েকবারই এক লক্ষ টাকা করে এসেছে বলে জানিয়েছে এটিএস। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে এটিএস।
দেওবন্দ থেকে ধৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ,প্রিন্টার, স্ক্যানার সহ বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বাংলাদেশি সহ ভুয়ো পাসপোর্টের চক্রের ৩ জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ এটিএস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jan 2018 06:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -