UP Board Result 2020: আজ কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হচ্ছে উত্তরপ্রদেশ বোর্ডের পরীক্ষার ফলপ্রকাশ। এ বছর বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফলের জন্য অনেকটা বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। তবে এই সবুরের ফল মিঠাও হতে পারে।
অনুমান করা হচ্ছে, এ বছরের ফলাফলেও গত বছরের মতো ফিলগুড ফ্যাক্টর থাকার আশা রয়েছে। গতবারের তুলনায় এবারের ফলাফলে বড় কিছু হেরফেরের সম্ভাবনা কম। এর অর্থ এবার উত্তরপ্রদেশ বোর্ডের ফলাফলে পাশের হার ৮০.০৮ শতাংশ (দশম) ও ৭০.০৬ শতাংশ (দ্বাদশ)-এর আশেপাশে থাকবে বলেই অনুমান। এজন্য ওয়াকিবহাল মহল দুটি কারণের কথা বলছেন।
ফল জানতে ক্লিক করুন নীচের এই লিঙ্কে
https://www.abplive.com/news/states/up-board-results-2020-register-here-to-get-results-through-email-1441538/amp
পরীক্ষায় নকল রুখতে গতবার রাজ্যের প্রায় সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, ভয়েস রেকর্ডার ও অন্যান্য বৈদ্যুতিন উপকরণের ব্যবহার হয়েছিল। এবার এ ধরনের নজরদারির ব্যবস্থা ছিল গতবারের তুলনাতেও বেশি। এ জন্য ৪ লক্ষ ৮০ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেননি।
দ্বিতীয় কারণ, এবার পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে কিছুটা নমনীয় মনোভাব দেখানো হয়েছে বলে খবর। এছাড়াও সিবিএসই-র মতো উত্তরপ্রদেশ বোর্ডের মডারেশন পলিসি ও গ্রস মার্কস পলিসি-ও অধিক সংখ্যক পড়ুয়ার উত্তীর্ণ হওয়ার পক্ষে সহায়ক।
চলতি বছরের ইউপি বোর্ডের পরীক্ষার জন্য ৫৬ লক্ষ ১১ হাজার ০৭২ পরীক্ষার্থী তাঁদের নাম নথিভূক্ত করেছিলেন। এরমধ্যে বোর্ডের পরীক্ষায় বসেছিলেন ৫১ লক্ষ ৩০ হাজার ৪৮১ জন।
আজ ফলপ্রকাশ, এবার উত্তরপ্রদেশ বোর্ডের পরীক্ষার ফল ভালো হতে পারে, জানাচ্ছে ওয়াকিবহাল মহল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jun 2020 09:59 AM (IST)
আজ কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হচ্ছে উত্তরপ্রদেশ বোর্ডের পরীক্ষার ফলপ্রকাশ। এ বছর বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফলের জন্য অনেকটা বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। তবে এই সবুরের ফল মিঠাও হতে পারে।
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -