মথুরা: উত্তরপ্রদেশে বোর্ডের পরীক্ষায় নকল নিয়ে তৎকালীন অখিলেশ যাদব সরকারকে এভাবেই নির্বাচনী সভা থেকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী! নরেন্দ্র মোদী-ঝড়ে অখিলেশ উড়ে গেলেও, উত্তরপ্রদেশে পরীক্ষায় নকলের ছবিটা যে যোগী আদিত্যনাথের আমলেও বিন্দুমাত্র বদলায়নি, তার প্রমাণ হাতেনাতে মিলল।
গণটোকাটুকির দাপটে উত্তরপ্রদেশে অসহায় সমাজ গড়ার কারিগররা! শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অবাধে চলছে টাকার কারবার! অথচ নকল রুখতে ক’দিন আগেই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে, কড়া বার্তা দিয়েছিলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা স্কুল শিক্ষামন্ত্রী দীনেশ শর্মা। কিন্তু তারপরেও নকলের রমরমা এতটুকুও যে কমেনি, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মথুরার একাধিক পরীক্ষাকেন্দ্রের ছবি।
নকলের কারবারিরা যে কতটা বেপরোয়া, তার জলজ্যান্ত প্রমাণ মিলল এবিপি আনন্দর অন্ততর্দন্তে! মথুরার বলভদ্র ইন্টার কলেজের সামনে দেখা মিলল এক যুবকের, যার হাতে নোটের বান্ডিল তুলে দিচ্ছে অভিভাবকদের একাংশ। নকলের জন্য! অভিযোগ, ছাত্রপিছু দর ১০-১৫ হাজার টাকা। না দিলে অনেক সময় জুটছে মারধর, আসছে শাসানি!
মথুরার দুটি কেন্দ্রে গণ টোকাটুকির ছবি সামনে আসার পরই নড়েচড়ে বসেছে যোগী আদিত্যনাথ সরকার। পিছিয়ে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ বোর্ডের দশম শ্রেণির ইংরেজি পরীক্ষা।
শুধু মথুরাই নয়। আলিগড়, কানপুর, কৌশাম্বি, হরদৌই, কাসগঞ্জ, উন্নাও, ফৈজাবাদ, গোন্ডা এবং বারাবাঁকি-সহ একাধিক জেলা থেকে গণটোকাটুকির অভিযোগ এসেছে। ক্ষমতায় এসে পদক্ষেপ নিয়েছে যোগী আদিত্যাথের সরকার। নকল রুখতে হেল্পলাইন নম্বর চালু করেছে উত্তরপ্রদেশ প্রশাসন, চালু হয়েছে হোয়াটস অ্যাপ নম্বরও। কিন্তু ছবিটা এখনও বদলায়নি? ভবিষ্যতে কী হয়, তার উত্তর মিলবে আগামী দিনেই।