আলিগড় (উত্তরপ্রদেশ): ধর্মীয় ভাবাবেগে আঘাতের চেষ্টার অভিযোগে কাঠগড়ায় আলিগড় পুরসভার একমাত্র বিএসপি কর্পোরেটর মুশারফ হুসেন। গত সোমবার তিনি উর্দুতেই শপথ নেওয়ার জন্য গোঁ ধরে বসেন। পুরসভার নয়া নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠানে এ নিয়ে তুমুল বচসা, বাকবিতণ্ডা হয়। বিজেপি কর্পোরেটররা হুসেনের দাবির তীব্র বিরোধিতা করেন। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। বিজেপি কর্পোরেটর পুষ্পেন্দ্র সিংহের গতকাল রাতে বান্নাদেবী থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে হুসেনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় মামলা দায়ের হয়। পুষ্পেন্দ্রর অভিযোগ, সোমবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছিলেন হুসেন। উদ্দেশ্যপ্রনোদিত ভাবে কোনও গোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অভিযোগের বিচার হয় এই ধারায়।
যদিও হুসেন তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি করে যে অভিযোগ দায়ের করেছেন, তার ভিত্তিতে এখনও মামলা রুজু করেনি পুলিশ। হুসেনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।
এ মাসের প্রথম দিকে আলিগড়ের মেয়র পদের নির্বাচনে জয়ী হন বিএসপির মহম্মদ ফুরকান। পরপর চারবার ওই পদে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু ফুরকানের জয়ের পর থেকে বিজেপি, বিএসপি-র টানাপড়েন তীব্র চেহারা নিয়েছে। ফুরকান বিজেপির কাছে আবেদন জানিয়েছেন, সংবেদনশীল ইস্যুতে সংঘাতের পথে না গিয়ে তারা খুশি মনে হার স্বীকার করে নিক, কারণ বিরোধ, দ্বন্দ্বে শহরের উন্নয়ন মার খাবে।