ইলাহাবাদ: উত্তরপ্রদেশের ২১-তম মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের শপথ গ্রহণ করার দিনই গুলি করে খুন করা হল বহুজন সমাজ পার্টি নেতা মহম্মদ শামিকে। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্রাইম ব্র্যাঞ্চের দুটি দল তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সমাজবাদী পার্টি ছেড়ে মায়াবতীর দলে যোগ দেওয়া শামির বিরুদ্ধেও বহু অভিযোগ ছিল। এই দাগি নেতা দু বার ইলাহাবাদের মউ আইমা অঞ্চলের ব্লক সভাপতি নির্বাচিত হয়েছিলেন। রবিবার রাতে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় শামির। এই বসপা নেতার খুনের প্রতিবাদে কিছুক্ষণের জন্য ইলাহাবাদ-ফৈজাবাদ সীমান্তে পথ অবরোধ করেন তাঁর অনুগামীরা।
আদিত্যনাথের শপথের দিনই বসপা নেতাকে গুলি করে খুন
Web Desk, ABP Ananda
Updated at:
20 Mar 2017 08:27 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -