উত্তরপ্রদেশের এটায় স্কুলবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মৃত ২৪ স্কুলপড়ুয়া, আহত বহু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jan 2017 10:58 AM (IST)
এটা: উত্তরপ্রদেশের এটায় স্কুলবাসের সঙ্গে বালিভর্তি ট্রাকের সংঘর্ষ। মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২০ জন স্কুলপড়ুয়ার মৃত্যু আশঙ্কা রয়েছে। আহত বহু। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জেএস বিদ্যা পাবলিক স্কুলের ওই বাসটিতে লোয়ার কেজি থেকে সপ্তম শ্রেণির পড়ুয়ারা ছিল। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগঞ্জের এটায়। প্রথামিক তদন্তে পুলিশের অনুমান খারাপ দৃশ্যমানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে দিন কয়েক ধরে তাপমাত্রা নীচের দিকে রয়েছে, সঙ্গে ঘুন কুয়াশার দাপট। এই পরিস্থিতিতে সেখানকার জেলা প্রশাসন আগামী ২০ তারিখ পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সেই নির্দেশ অমান্য করেই জেএস পাবলিক স্কুলের কর্তৃপক্ষরা স্কুলটি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল। আর আজ সেই কম দৃশ্যমান্যতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে গেল। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন ডিজিপি জাভেদ আহমেদ। তিনি জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছে গেছে উদ্ধারকারী দলের সদস্যরা। শুরু হয়েছে উদ্ধারকাজ। ডিজিপি জানিয়েছেন, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।