প্রসঙ্গত, উত্তরপ্রদেশে দিন কয়েক ধরে তাপমাত্রা নীচের দিকে রয়েছে, সঙ্গে ঘুন কুয়াশার দাপট। এই পরিস্থিতিতে সেখানকার জেলা প্রশাসন আগামী ২০ তারিখ পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সেই নির্দেশ অমান্য করেই জেএস পাবলিক স্কুলের কর্তৃপক্ষরা স্কুলটি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল। আর আজ সেই কম দৃশ্যমান্যতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে গেল।
এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন ডিজিপি জাভেদ আহমেদ। তিনি জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছে গেছে উদ্ধারকারী দলের সদস্যরা। শুরু হয়েছে উদ্ধারকাজ। ডিজিপি জানিয়েছেন, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।