লখনউ: উত্তরপ্রদেশের গোরখপুর ও ফুলপুর লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছে সমাজবাদী পার্টি (সপা)। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্যর গড়ে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সমর্থনে সপা-র জয় আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত দিয়েছে। ভোটের ফল বেরোনোর পর সপা-বিএসপি সমর্থকের মুখে শোনা গিয়েছে বুয়া-ভাতিজা জিন্দাবাদ স্লোগান। গতকাল ভোটের ফল বেরোনোর পর সপা-র প্রধান অখিলেশ যাদব বিএসপি নেত্রী মায়াবতীকে ধন্যবাদ জানান। পরে রাতে সটান মায়াবতীর বাসভবনে চলে যান অখিলেশ। প্রায় ২৩ বছর পর সপা-র কোনও সভাপতির সঙ্গে প্রথম বৈঠক হল মায়াবতীর। জানা গেছে, গতকাল মায়াবতী ও অখিলেশের বৈঠকে লোকসভা ভোট নিয়ে কোনও আলোচনা হয়নি।
গতকাল সাদা গাড়িতে চড়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৌছন অপর এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে। এই ভোটের আগেও তাঁরা ছিলেন একে অপরের প্রতিপক্ষ। কিন্তু হঠাত্ই বদলে গিয়েছে সমীকরণ। মায়াবতী স্বয়ং বাড়িতে অখিলেশকে অভ্যর্থনা জানান। জানা গেছে, বাড়িতে পৌঁছেই অখিলেশ প্রথমেই ফুলের স্তবক মায়াবতীর হাতে দেন এবং বলেন প্রণাম বুয়া।
মায়াবতীও অখিলেশকে জয়ের অভিনন্দন জানান। পরে তাঁদের মধ্যে প্রায় ৪৫ মিনিট কথা হয়।
সূত্রের খবর, আগামী বছরের লোকসভা নির্বাচন নিয়ে দুই নেতার মধ্যে কোনও কথা হয়নি। কিন্তু আসন্ন রাজ্যসভা আসনের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রথম ১৫ মিনিট মায়াবতী অখিলেশকে জানান যে, কীভাবে দুই কেন্দ্রে না গিয়েও সেখানকার দলিতদের সমাজবাদী পার্টির প্রার্থীকে ভোট দেওয়ার বার্তা দিয়েছেন। অখিলেশ জানান, একেবারে তৃণমূল স্তরে কীভাবে কাজ করছে তাঁর দলের কর্মীরা।
এরপর রাজ্যসভা নির্বাচনে দুই দলের প্রার্থীদের জয় নিশ্চিত করা নিয়ে কথা হয় দুজনের মধ্যে। দুই দলেই ক্রস ভোটিংয়ের আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কার পরিপ্রেক্ষিতে রণকৌশল নিয়ে দুজনের কথা হয়েছে বলে সূত্রের খবর। সঞ্জয় শেঠ নামে সপা-র এক রাজ্যসভা সাংসদ অখিলেশের সঙ্গে উপস্থিত ছিলেন।
২০১৯-র লোকসভা নির্বাচন নয়, রাজ্যসভার আসন্ন ভোট নিয়ে আলোচনা মায়াবতী-অখিলেশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Mar 2018 11:19 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -