চোলাই খেয়ে মৃত্যু হলে সরবরাহকারীর মৃত্যুদণ্ডও হতে পারে: উত্তরপ্রদেশ সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Sep 2017 04:07 PM (IST)
লখনউ: চোলাই মদ খেয়ে কারও মৃত্যু হলে, এবার থেকে সরবরাহকারীর মৃত্যুদণ্ডও হতে পারে। উত্তরপ্রদেশ বিধানসভা সম্প্রতি এমনই এক প্রস্তাবে সম্মতি দিয়েছে, জানিয়েছেন রাজ্যের শাসক শিবিরের এক প্রবীণ নেতা। উত্তরপ্রদেশ বিধানসভার পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতি খতিয়ে দেখে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে চোলাই মদের কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। মূলত রাজ্যে চোলাই ব্যবসার রমরমার ওপর কড়া নিয়ন্ত্রণ আনতেই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত হালে চোলাই ব্যবসার রমরমার ফলে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এই ব্যবসায় রাশ টানতেই উত্তরপ্রদেশ সরকারের এই উদ্যোগ, মন্তব্য শাসক দলের এক নেতার।