রামপুর (উত্তরপ্রদেশ): বিয়ের ভোজের মেনুতে গোমাংস ছিল না।

উত্তরপ্রদেশের রামপুরে স্রেফ এই কারণে বাতিল হয়ে গেল বিয়ে। ভোট পুলিশ স্টেশনের দরিয়াগঞ্জ গ্রামে ঘটনাটি ঘটেছে।

পাত্রপক্ষের শর্ত ছিল, অতিথিদের গোমাংস খাওয়াতেই হবে নয়তো বন্ধ করে দেওয়া হবে বিয়ে। গোমাংস নিয়ে কোনও আলোচনাতেই রাজি ছিল না তারা। পাশাপাশি পণ হিসেবে গাড়ি চেয়েছিল পাত্রীপক্ষের কাছ থেকে।

পাত্রীর বাবা মা বলেন, সরকার গোমাংস বাতিল করে দিয়েছে। অতএব ভোটে গোমাংস থাকা সম্ভব নয়। এরপরেই বিয়ে বাতিল করে দেন খোদ পাত্র।