মোদীর আগে আদিত্যনাথও পুরভোটে দলের জয়কে চমকপ্রদ আখ্যা দিয়ে অভিনন্দন জানান বিজেপি কর্মীদের। তাঁর মতে, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের দৃষ্টিভঙ্গি, দলীয় সভাপতি অমিত শাহের কৌশলেরও জয়। কংগ্রেসের ঘাঁটি অমেঠিতে সব নগর পঞ্চায়েত আসনে তাদের খারাপ ফলের জন্য নামে না করেই রাহুল গাঁধীকে খোঁচা দেন তিনি। বলেন, বিশেষ করে গুজরাতের ভোট নিয়ে যারা বড় বড় কথা বলছে, পুরভোটের ফল তাদের চোখ খুলে দেবে আশা করি। অমেঠিতে তারা মুছে গিয়েছে, রাজ্যের কোথাওয়ই খাতাই খুলতে পারেনি।
এই সাফল্যের পর এবার বিজেপি ২০১৯ এর সাধারণ নির্বাচনেও ১০০ শতাংশ সাফল্য অর্জনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বে বলে জানান আদিত্যনাথ।
বিজেপির এক নেতা সংবাদ সংস্থাকে জানান, অমেঠিতে কংগ্রেসের নির্বাচনী বিপর্যয়ের বিষয়টি তারা গুজরাতের প্রচারে বিরাট ভাবে কাজে লাগাবেন। তিনি বলেন, এই ফল থেকে এটাই প্রমাণ হচ্ছে যে, জনগণ যেখানে উন্নয়নমুখী ভাল কাজের জন্য আমাদের গ্রহণ করছে, সেখানে গুজরাত জয়ের দিবাস্বপ্ন পূরণ হওয়া দূরঅস্ত, নিজেদের গড়ই বাঁচাতে পারল না কংগ্রেস।