নয়াদিল্লি: উত্তরপ্রদেশের পুরভোটে দলের সাফল্যের জন্য যোগী আদিত্যনাথকে অভিনন্দন নরেন্দ্র মোদীর। ১৬টির মধ্যে ১৪টিই বিজেপির ঝুলিতে আসায় প্রধানমন্ত্রীর দাবি, দেশে ফের জয় হল বিকাশ অর্থাত্ উন্নয়নের। ট্যুইট করে দলের এই বিরাট জয়ের জন্য উত্তরপ্রদেশের জনগণকেও ধন্যবাদ দেন মোদী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দলীয় কর্মীদেরও বাহবা দেন। এই নির্বাচনী জয় জনগণের কল্যাণে আরও বেশি, কঠোর পরিশ্রম করতে আমাদের উদ্ধুদ্ধ করবে বলেও মন্তব্য করেন তিনি।




মোদীর আগে আদিত্যনাথও পুরভোটে দলের জয়কে চমকপ্রদ আখ্যা দিয়ে অভিনন্দন জানান বিজেপি কর্মীদের। তাঁর মতে, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের দৃষ্টিভঙ্গি, দলীয় সভাপতি অমিত শাহের কৌশলেরও জয়। কংগ্রেসের ঘাঁটি অমেঠিতে সব নগর পঞ্চায়েত আসনে তাদের খারাপ ফলের জন্য নামে না করেই রাহুল গাঁধীকে খোঁচা দেন তিনি। বলেন, বিশেষ করে গুজরাতের ভোট নিয়ে যারা বড় বড় কথা বলছে, পুরভোটের ফল তাদের চোখ খুলে দেবে আশা করি। অমেঠিতে তারা মুছে গিয়েছে, রাজ্যের কোথাওয়ই খাতাই খুলতে পারেনি।



এই সাফল্যের পর এবার বিজেপি ২০১৯ এর সাধারণ নির্বাচনেও ১০০ শতাংশ সাফল্য অর্জনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বে বলে জানান আদিত্যনাথ।
বিজেপির এক নেতা সংবাদ সংস্থাকে জানান, অমেঠিতে কংগ্রেসের নির্বাচনী বিপর্যয়ের বিষয়টি তারা গুজরাতের প্রচারে বিরাট ভাবে কাজে লাগাবেন। তিনি বলেন, এই ফল থেকে এটাই প্রমাণ হচ্ছে যে, জনগণ যেখানে উন্নয়নমুখী ভাল কাজের জন্য আমাদের গ্রহণ করছে, সেখানে গুজরাত জয়ের দিবাস্বপ্ন পূরণ হওয়া দূরঅস্ত, নিজেদের গড়ই বাঁচাতে পারল না কংগ্রেস।