চাইলে সব মসজিদেই মন্দির করতে পারেন আদিত্যনাথ, তোপ ওমরের

Continues below advertisement
নয়াদিল্লি: চাইলে সব মসজিদের ভিতরেই একটি করে মন্দির বানাতে পারেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে এ ভাবেই আক্রমণ করলেন ওমর আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্স-এর অস্থায়ী সভাপতি তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুর চড়িয়ে এও বলেছেন, বিজেপি এমন একজনকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করেছে যিনি একবার বলেছিলেন, 'সুযোগ পেলে আমরা প্রতিটি মসজিদের ভিতরে গৌরী, গনেশ, নন্দীর মূর্তি বসাব।' বিজেপি যাঁকে বাছল, তিনি সবসময় ঘৃণাই বর্ষণ করেন, কখনও প্রতিশ্রুতি পালন করেন না, এও বলেন ওমর।
কাশ্মীর উপত্যকার বর্তমান অশান্তির জন্য বিজেপি-পিডিপি জোট সরকারকে দুষে ওমর বলেন, মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জনবিরোধী একটি দলের সঙ্গে বন্ধুত্ব করেছেন। যুবকদের কর্মসংস্থান, কাশ্মীর সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও পিডিপি সরকার পালন করেনি বলে অভিযোগ করেন তিনি।
Continues below advertisement
Sponsored Links by Taboola