দেখুন, কোন কোন বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছেন আদিত্যনাথ
Web Desk, ABP Ananda | 19 Mar 2017 03:55 PM (IST)
লখনউ: গোরক্ষপুরের পাঁচবারের বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ গত কয়েক বছরে যেমন হিন্দুত্বের প্রতীক হয়ে উঠেছেন, তেমনই বিভিন্ন সময়ে বিতর্কেও জড়িয়েছেন। আজ উত্তরপ্রদেশের ২১-তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আদিত্যনাথ। দেখে নেওয়া যাক, আদিত্যনাথের বিতর্কিত অধ্যায়গুলি। উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দীর্ঘদিন ধরেই অযোধ্যায় রাম মন্দির গড়ার পক্ষে সওয়াল করছেন। এবারের বিধানসভা নির্বাচনেও পূর্ব উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদী প্রচার চালিয়েছেন আদিত্যনাথ। অতীতে তিনি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। কিন্তু হিন্দু ভোটারদের উপর তাঁর প্রভাবের কথা মাথায় রেখেই কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি। বছর দুয়েক আগে শাহরুখ খানের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন আদিত্যনাথ। ২০১৫ সালে তিনিই বলেছিলেন, যারা সূর্য নমস্কার করে না, তারা দেশ ছেড়ে চলে যেতে পারে। নির্বাচনী প্রচারে লাভ জিহাদ, কৈরানা থেকে হিন্দুদের বিতারণের মতো বিষয়গুলিকে তুলে এনেছেন আদিত্যনাথ। ২০০২ সালে হিন্দু যুব বাহিনী নামে একটি সংগঠন তৈরি করেন আদিত্যনাথ। তাঁর উত্থানের পিছনে এই সংগঠনের বড় ভূমিকা রয়েছে। ২০০৫ সালে উত্তরপ্রদেশের এটা শহরে খ্রিস্টানদের হিন্দুধর্মে ধর্মান্তরিত করার উদ্যোগ নেন। একবার এরকমই একটি অনুষ্ঠানে ১,৮০০ খ্রিস্টান হিন্দুধর্ম গ্রহণ করেন। এহেন বিতর্কিত আদিত্যনাথই আজ দেশের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন।