উত্তরপ্রদেশের সাত জেলায় গোশালা তৈরির নির্দেশ আদিত্যনাথের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Aug 2017 01:35 PM (IST)
লখনউ: বুন্দেলখণ্ড অঞ্চলের সাতটি জেলার গোশালা গড়ে তোলার নির্দেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সরকারের সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের বুন্দেলখণ্ডের সাতটি জেলা ও রাজ্যের ১৬ টি পুর এলাকায় গোশালা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল এ বিষয়ে একটি বৈঠক করেন আদিত্যনাথ। গোশালাগুলিতে গরুদের যাতে যথাযথ যত্ন নেওয়া হয় তা নিশ্চিত করতে গোরক্ষা কমিটি গঠনের জন্যও আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রথম পর্যায়ে অন্তত ১০০০ টি গরু থাকতে পারে, এমন গোশালা তৈরি করতে হবে। রাজ্যে বেওয়ারিশ গরু সমস্যার সমাধানে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।